সঞ্জিবনী

এ ঘর ও ঘর করে খুঁজে গেছি এতদিন, ভ্রান্তির শিবিরে বসে আগুনের আঁচে কত যে বিনিদ্র রাত চিতা হয়ে জ্বলে গেছে হিসেব রাখিনি৷ এতগুলো বছরের নিটোল তপস্যা বুঝি পূর্ণ হল আজ! তোমাকে সন্তুর বলি অথবা সাগর থেকে ছুটে আসা হৃদয়ের ঢেউ, প্রতিটা জখম এসে ধুয়ে দাও, মুছে দাও পুরোনো অঙ্গার৷ ভালোবাসা সোহাগের প্রলেপ লাগালে বুঝি কঙ্কালের বুক থেকে বের হয়ে আসে দীপ্ত হীরে! তুমি তো হীরের চেয়ে কম নও প্রিয় ভালোবাসা৷ এ দেশে আঘাত এলে ওপারের আয়নায় ভেসে ওঠে যন্ত্রণার সুর৷ এমন জড়িয়ে ধরি না পাওয়ার ঘরে, ঘন অন্ধকারে.. না ধরে পারি না যে— 
পূজার থালাকে আমি কী দিয়ে সাজাই? কী প্রসাদে ঈশ্বরীকে পাই? 
প্রতি রাত শব্দ শোনে, স্বপ্ন দেখে, কানে আসে রাজকন্যার অশ্বারোহী ক্ষুর... 
সংসার সাজাবো বলে ইন্দ্রের প্রাসাদ থেকে এনেছি সিঁদূর৷

©প্রভাত ঘোষ

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য