সৎকার

দাহ - সৎকার করে এলাম বিভিষিকা নামক এক সম্পর্কের অধ্যায়৷ অহরহ পোড়াতে পোড়াতে বিগত পৈশাচিক সময় চমৎকার বুঝিয়ে দিয়ে বলল.. যেখানে সততা নেই, সবার প্রথমে তাকে পূন্য আগুনের মাঝে সৎকার করে আসতে হয়৷ 

অমাবস্যার অধ্যায়ের শেষ পৃষ্ঠায় হস্তাক্ষর করতে গিয়ে মনে এল... উপন্যাস এখনও অনেকখানি বাকি৷ কতখানি নির্মমের আঘাত লুকিয়ে ছিল... এতদিনে মুখোশ সরালে৷

ক্ষমাহীন হইনি তবুও৷

সমাপ্তির অগ্নিকাণ্ড এখনো নেভেনি, কিছু অঙ্গারের জ্বালা নেভে না কখনো৷ আজীবন পুড়তে থাকে অপেক্ষায়, সময়ের দান দেখবে বলে৷ 

প্রেতাত্মা উন্মাদ হয়ে ঘুরে মরলেও তাকে হাত তুলে ভাত দেয়না কেউ'ই৷ আরও একটা মৃত্যু দেখতে চাই এ জীবনে৷ রক্তগলা দিন থেকে আস্তে আস্তে ক্ষয় হওয়া জীবাষ্মের শেষ দিন পর্যন্ত... এতটুকু বেঁচে থেকে নিজেকে নিভিয়ে ফেলা যেন এক মহাজাগতিক আহ্লাদের শেষ স্বপ্ন... সমস্ত জ্বালার ব্যথা, যন্ত্রণার ইতিকথা সেদিন শোনাবে, সেদিন জুড়াবে৷

  তারপর কোনো অধ্যায়ের নব চরিত্রের মাঝখানে নিজেকে ছড়িয়ে ফেলব, নিজেকে মিশিয়ে নেব অন্য নতুন কোনো শরীরের ঘ্রাণে... কিছুটা ঘুমিয়ে নেব আমাকে বাঁচানো সেই নৌকাটির হৃদয়ের ঠিক মাঝখানে৷

© প্রভাত ঘোষ

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত