তোমাকেই চাই

তোমাকেই চাই.. শুধু তোমাকেই চাই...

সমুদ্রের পাড়ে বসে বৃষ্টির সন্ধ্যায়..
তোমাকেই চাই, শুধু তোমাকেই চাই...

নির্জন পাহাড় ঘেরা সবুজ জ্যোৎস্নায়...
তোমাকেই চাই, শুধু তোমাকেই চাই...

যে সময় সূর্য এসে জানাবে বিদায়..
তোমায় জড়িয়ে ধরে হেঁটে যাব গুটি গুটি পা'য়...
গোধূলীর ঢেউ আর প্রেমের হাওয়ায়...
তোমাকেই চাই, ওগো তোমাকেই চাই....

তোমাকেই চাই, শুধু তোমাকেই চাই....

©প্রভাত ঘোষ

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য