উদ্গম

আর কেউ নেই, চারিদিক শুধু জল
একে একে সব পাখিরাও বাসাগামী
শেষ হতে হতে বেঁচে থাকে সম্বল
নিজেরই ভেতরে শুয়ে থাকা শুভকামী৷

দূর থেকে আসা ছুঁড়ে দেওয়া অভিশাপে
বজ্রের তেজ স্পর্শ করেনা ভাটা
আয়না যেভাবে ঝলসে দিতেও জানে
সবার সমুখে উঁচু করে নাও মাথা৷

নিরালায় ঝিরঝিরে বৃষ্টির ফোঁটা
জানালায় যদি আগুনের মতো বেঁধে
ভেতরে ভেতরে ছিঁড়ে যায় বাধ্যতা
নতুন সূর্য নবসঙ্গমে মেশে৷

সঙ্গম শেষে জন্মালে দেবশিশু
শৌর্য-আড়ালে রাখো রহস্যদাগ
পতঙ্গেরাই ফুলেদের পিছু পিছু
সুরভির তলে ধুয়ে যাক অভিশাপ৷

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য