চিত্তপট

শক্তের চেয়েও শক্ত নত হয়ে থাকে
আহরিত গুণ ব্যক্তিশুভ্রতাকে প্রকাশের নদী
নিজ জল স্থির করে উপহারে প্রতিবিম্ব দেয়

অস্থির প্রয়াণে যারা শুয়ে পড়ে মরণের আগে৷

প্রাকৃতিক রঙ-পুষ্প মানুষের বিধবা শাড়িতে
লাগাও-- লাগাও আর মুছে ফেল অহং এর ভিত
শেকড়ের বলিষ্ঠ তড়িৎ
উৎকর্ষ ছড়িয়ে দাও আকাশ ক্যাম্বিসে

বহুত্ব প্রাঙ্গণে যদি চিত্র আঁকে একাত্মের নিব

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য