পদক্ষেপ
বিশ্বের ভেতর বিশ্ব, তার মধ্যে তুমি - আমি সব
তারও মধ্যে বিশ্ব আছে নিশ্চুপ অথবা কলরব
বাইরে ভয়ঙ্কর ঝড়, শক্ত কাঁচে মারণ বিদ্যুৎ
চোখে আসে, আমি যেন মৃতদেহে শঙ্কিত শহর৷
যে সিন্দুকে যতখানি প্রেম, ভয় তার দ্বিগুণ শাসায়
অভিশপ্ত আঁধারে বাস্তব ভয়ে ভয়ে মুখোশ সরায়৷
কলমের ডগা থেকে মুছে যাওয়া বিশ্বাসের দ্বীপ
জীবনের চেয়ে ছোট, তবু পথ রুখেছে মৃত্যুর৷
নিজেকেই গেঁথে নাও প্রেমনামে প্রত্যাশা পেরেকে
ভালবাসা বেঁচে থাক প্রতিদিন ছোট পদক্ষেপে৷
খেয়ালি পতাকা যার হৃদে, বোধপুষ্প উপহারে দাও;
উড়ন্ত ফ্যারাও যদি নেমে ঘরে ঘরে জ্বালায় প্রদীপ
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..