পরিত্রাণ

নিকট দূরত্ব এক অদম্য চিৎকার
যার কোনো পরিভাষা নেই
বালুচরে তপ্ত গান ছিঁড়ে ফেলা সপ্তকের গিঁট

বুদ্ধির গণিত শেষে শূন্যটুকু সার
বিচ্ছিন্ন আঁচড় এসে মাঝে মাঝে কঠিন বানায়৷

তবুও স্বার্থের চেয়ে বড় হও অবশিষ্ট প্রেম
ভিনদেশী দুর্ভিক্ষের পরিত্রাণে লিখে দিও নাম
সমগ্র প্রণাম আর আশীষের হাতে
মুক্ত হও, মুক্ত হও, সুপ্ত বিষবাষ্প গ্রাস করে৷

পূর্ণ হোক, পূর্ণ হোক

নির্বাণের হাত ধরে বিশ্বময় ব্রহ্মের স্লোগান৷

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য