ভ্রাতৃচারিতা
যেদিকে তাকাই সব ধূ ধূ প্রান্তর শুকোচ্ছে, এক ঘটি জল আন্ তো বিরল প্রজাতি, বাঁশ কেটেছে ঝাঁড়ের ঢুকিয়ে দিয়েছে এনে প্রজার গাঁ.... আমরা হারামজাদা, তবু চেটে যাই জলের ভেতরে মল, তাই দেখে খাই আমরা এটাই চাই, মরণের কাঠ— বাঁচব কুকুর হয়ে পুড়ে যাক ঝাঁ.... আমরা সবাই রাজা তরোয়ালহীন পেছনে চাবুক সওয়া আসলে কঠিন৷ ইতিহাস খুঁড়ে দেয় অজস্র প্রহার তবু আমরা বিষ খাই ভ্রাতৃচারিতার॥ ©