Posts

Showing posts from 2025

হাওয়া

Image
এত যে হরিণী দেখি, মনে হয় ঘাস পাতা হই... সহস্র জীবন দিয়ে কোটি কোটি সমুদ্র পেরোই। নৈসর্গিক রং আর ফুলের কাঁটার মত ঘ্রাণ শরীর পেরিয়ে গেলে অপ্সরা গজল শোনান। ঝরে পড়া শিউলির হাওয়া আর বেচে দেওয়া রং চোখের দূরত্বে যেন মাঝখানে অজানা বারণ এমন অকাল মোহে পেরিয়ে চলেছি সাড়েসাতি  সাগর ছাড়িয়ে এসে হৃদয়ের ভুল পথে হাঁটি। © প্রভাত ঘোষ

ভাইফোঁটা

Image
ভাইফোঁটা.. তার অলঙ্কারের বীজে.. নিজেকে ফের হারিয়ে এলাম নিজে। আমরা ফকির, সময় শুধু রাজা কিছু অতীত অন্ধকারের গাজা। তবুও বাঁচা নিশ্বাসে নিশ্বাসে  ভালোবাসার শিশির ভেজা ঘাসে  হাঁটতে বেরোই নতুন করে আবার অনেক বাকি... অনেকটা পথ যাবার। ©প্রভাত ঘোষ

ছবি

Image
এমন সফর যেন কবেকার সাদা কালো ছবি সমাজের বেড়াজাল মিলনে রেখেছে মুলতুবি। যেখানে চোখের ভাষা ঘুরে ঘুরে পাশ ফিরে পড়া  প্রতিটি ঝলক যেন কোটি - কোটি চাঁদের মহড়া। সহস্র রং ঢাকা সাদা কালো মোড়কের ঘরে... প্রতিবার ফিরে দেখলে ঝড় ওঠে মেঘের ভেতরে। প্রকৃতি কোন্ নিয়মে পাশাপাশি ঠেলে দিতে চায়! কিছু অপূর্ব ফুল এইভাবে পথেই হারায়। ওদিকে লিখিত পাতা, পাশে এক সুমধুর মায়া নখের ধূসর... আর এ যুদ্ধে হাসিই বিজয়া। পিঠ থেকে চুল নেমে ক্ষয়ে আসে পাথরের স্তর  এ কেমন অপ্সরা! ঠোঁট রাখে বুকের ভেতর... মায়ার গঠন কালে যেন দুধ ঢেলেছে শরীরে অনাহুত চোখ তাকে বারে বারে দেখে ফিরে ফিরে। থেমে যাও নীল ঘড়ি, আরো কিছু ছবি আঁকি মনে কোন্ সিন্দুকে কেউ রেখেছিল নিজেকে গোপনে! এমন চাহনি তার বাম দিকে বেপরোয়া তিল এটুকু সফরে শুধু এটুকুই জ্যান্ত দলিল। ©প্রভাত ঘোষ

কুণ্ডলিনী

Image
পারদ ওঠা কুণ্ডলিনীর বুকের পাশে মোহ  প্রতিদিনের আশায়, চাওয়ায় নীরব বিদ্রোহ হলদে পাতার জলের ওপর আলগা হয়ে পড়া সুতোই জানে শক্ত কত বাঁধন গাঁটছড়ার থাকলে পাশে বুঝতে পারি আমরা কত কম বীর  অনেক দূরের রাস্তা শুধু ভরসা অবলম্বীর  মুহুর্মুহু হোঁচট খেয়েও দাড়িয়ে থাকার চিন্তায়... যুদ্ধ যেন পথিকৃৎ আর রাস্তা আমায় দিক দেয় ফেলে আসা গাছের পাতায় অনেক লেখাও বারণ বৃষ্টি নিজেই মুছিয়ে দেবে যুদ্ধ হবার কারণ। থাক না সেসব ছায়ায় ছায়ায় নীরব উল্লাসে দু এক কথার গল্প করি শারদীয়ার ঘাসে।। ©প্রভাত ঘোষ

শারদে

Image
ডানায় ডানায় আনন্দ তার মেঘের পাশে পাশে ক্ষয়ের ভেতর স্বপ্ন আসে শারদে, অভ্যাসে... স্মৃতির পাতায় আলোর রেখা, অনেক দূরে যাওয়া প্রাচীন জলের নিয়তি কি সাগরসম্ভবা!! যত্নে রাখা পাড়ার গলি মননে, উদ্বেগে... প্রৌঢ় রোদে মূল্য ছায়ার গাছের কাছে শেখে  সেই যে দূরে মায়ের সাথে গল্পে, ছোঁয়ার ফাঁকে এখন তোমার অনুমতির যন্ত্রে লেখা থাকে কোথাও কোনো ভালোবাসার নতুন পাতা, কলি অচল হাতে জীবন খাতার অমুল্য আধুলী  আশার ভেলা ভাসিয়ে আসি আগমনের টানে সরেনা আজ পাহাড় তবু বাঁচার সন্ধানে। ©প্রভাত ঘোষ

স্পর্শ

শহর ছাড়িয়ে গেছে  আমাদের আশাহত ঢেউ অবসর ঝুলি থেকে মাঝে মাঝে কখনো বেরোও। কী ছিল সেদিন চার ঠোঁট জড়তাবিহীন  ছাতা ছাড়া সাইকেল স্ট্যান্ড থেকে ভেজা একাত্ম কলিজা বৃষ্টি আসে বৃষ্টি যায় অসময়ে সর্বত্র ভেজায় অজুহাতে অজুহাতে পুরু হয় বিচ্ছেদের স্তর অন্তিম প্রহর— যা গেছে তা থাক— স্পর্শের স্মৃতিও বড় দামি দেখেছ কিভাবে বারে বারে তোমাকে নিয়ম করে ছুঁয়ে যাচ্ছি আমি

স্মৃতিচারণের বেলায়

Image
হাওয়ার ঝংকার আর সুন্দরীর খোশগল্প, গান... ঢেউ এসে মুছে দেয় নিরাশার সমস্ত প্রমাণ৷ দোল খাওয়া বাঁশ থেকে ওপারের স্বপ্ন দেখে পাখি ভুলে যায় অতীতের নিভে যাওয়া শতেক জোনাকি। ডুবে গিয়ে বেঁচে থাকা প্রেম আর সুরের নব্বই সন্ধ্যা কালে গল্প বলে উড়ে যাওয়া জীবনের খই। রাত্রি কাল জেগে থাকে ঢেউয়ে ঢেউয়ে সমুদ্রের তীর  একটা রাত বেঁচে থাকা ন'জন অতন্দ্র প্রহরীর॥ © প্রভাত ঘোষ

ভ্রাতৃচারিতা

যেদিকে তাকাই সব ধূ ধূ প্রান্তর শুকোচ্ছে, এক ঘটি জল আন্  তো বিরল প্রজাতি, বাঁশ কেটেছে ঝাঁড়ের ঢুকিয়ে দিয়েছে এনে প্রজার গাঁ.... আমরা হারামজাদা, তবু চেটে যাই  জলের ভেতরে মল, তাই দেখে খাই আমরা এটাই চাই, মরণের কাঠ— বাঁচব কুকুর হয়ে পুড়ে যাক ঝাঁ.... আমরা সবাই রাজা তরোয়ালহীন পেছনে চাবুক সওয়া আসলে কঠিন৷ ইতিহাস খুঁড়ে দেয় অজস্র প্রহার তবু আমরা বিষ খাই ভ্রাতৃচারিতার॥ ©