শারদে

ডানায় ডানায় আনন্দ তার মেঘের পাশে পাশে
ক্ষয়ের ভেতর স্বপ্ন আসে শারদে, অভ্যাসে...

স্মৃতির পাতায় আলোর রেখা, অনেক দূরে যাওয়া
প্রাচীন জলের নিয়তি কি সাগরসম্ভবা!!

যত্নে রাখা পাড়ার গলি মননে, উদ্বেগে...
প্রৌঢ় রোদে মূল্য ছায়ার গাছের কাছে শেখে 

সেই যে দূরে মায়ের সাথে গল্পে, ছোঁয়ার ফাঁকে
এখন তোমার অনুমতির যন্ত্রে লেখা থাকে

কোথাও কোনো ভালোবাসার নতুন পাতা, কলি
অচল হাতে জীবন খাতার অমুল্য আধুলী 

আশার ভেলা ভাসিয়ে আসি আগমনের টানে
সরেনা আজ পাহাড় তবু বাঁচার সন্ধানে।

©প্রভাত ঘোষ

Comments

Popular posts from this blog

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত

বন্ধু তোমায় ধন্যবাদ