কুণ্ডলিনী

পারদ ওঠা কুণ্ডলিনীর বুকের পাশে মোহ 
প্রতিদিনের আশায়, চাওয়ায় নীরব বিদ্রোহ

হলদে পাতার জলের ওপর আলগা হয়ে পড়া
সুতোই জানে শক্ত কত বাঁধন গাঁটছড়ার

থাকলে পাশে বুঝতে পারি আমরা কত কম বীর 
অনেক দূরের রাস্তা শুধু ভরসা অবলম্বীর 

মুহুর্মুহু হোঁচট খেয়েও দাড়িয়ে থাকার চিন্তায়...
যুদ্ধ যেন পথিকৃৎ আর রাস্তা আমায় দিক দেয়

ফেলে আসা গাছের পাতায় অনেক লেখাও বারণ
বৃষ্টি নিজেই মুছিয়ে দেবে যুদ্ধ হবার কারণ।

থাক না সেসব ছায়ায় ছায়ায় নীরব উল্লাসে
দু এক কথার গল্প করি শারদীয়ার ঘাসে।।

©প্রভাত ঘোষ

Comments

Popular posts from this blog

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত

বন্ধু তোমায় ধন্যবাদ