দায়বদ্ধতা *

কোনো দায়বদ্ধতা নেই কবিতার কাছে৷ ভাত - কাপড়ের কোনো আশাও থাকে না৷ নিখাদ এক ঐশ্বরিক প্রেম, ভালবাসা যার কোনো কর্ড লাইন নেই৷ যা কিছু প্রশ্নের বাণ, যা কিছু উত্তরের খোঁজ জীবনের কাছে, সেটুকুই কবিতা দিয়েছে৷ কোনো এক অস্তগামী সময়ে দাঁড়িয়ে জাগতিক বন্ধু, প্রেম, সম্পকেরা গুটিয়ে নেবে জাল; সেদিনও নিজেকে পাব, ফেলে আসা সময়কে পাব, আগামী সূর্যের আলো কবিতাই চেনাবে আমাকে৷

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য