বিচ্যুতি

একখণ্ড রাত্রি ধার দিতে পার অবসর থেকে?
দিবলোকে হারিয়ে ফেলেছি
নিজেরই অস্তিত্বের সূক্ষ্মতর রূপ

অহরহ সুখস্নান, কর্তব্যের মোহ
বাহু থেকে ছিটকে দিচ্ছে আঙুলের ভাঁজ

নিজেই নিজের নই, কার কাছে যাব?

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য