পিতৃস্নেহ

যে ভ্রমর খোঁজ নিতে আসে 
তোমার ফুলের আর বিষাদের মুহূর্তগুলিতে
তার গুঞ্জনেই পাও উত্থানের নতুন শহর৷

বাঁধা আছে প্রাণের সঞ্চার
নিরাকার ভালবাসা খনি;
হৃদয় তরণী থেকে ডাক আসে এসো,
সমূহ বিরাগ থেকে খুঁড়ে আনে সম্মোহিনী গান

সুলভ সে, নয় তবু সস্তার বিকার;
উদার পাথেয়৷
সে'ই বর্ম; খানা-খন্দ, দুর্যোগের পথে
হাত ধরে থাকে পিতৃস্নেহ

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত