হাওয়া
এত যে হরিণী দেখি, মনে হয় ঘাস পাতা হই... সহস্র জীবন দিয়ে কোটি কোটি সমুদ্র পেরোই। নৈসর্গিক রং আর ফুলের কাঁটার মত ঘ্রাণ শরীর পেরিয়ে গেলে অপ্সরা গজল শোনান। ঝরে পড়া শিউলির হাওয়া আর বেচে দেওয়া রং চোখের দূরত্বে যেন মাঝখানে অজানা বারণ এমন অকাল মোহে পেরিয়ে চলেছি সাড়েসাতি সাগর ছাড়িয়ে এসে হৃদয়ের ভুল পথে হাঁটি। © প্রভাত ঘোষ