Posts

Showing posts from September, 2025

কুণ্ডলিনী

Image
পারদ ওঠা কুণ্ডলিনীর বুকের পাশে মোহ  প্রতিদিনের আশায়, চাওয়ায় নীরব বিদ্রোহ হলদে পাতার জলের ওপর আলগা হয়ে পড়া সুতোই জানে শক্ত কত বাঁধন গাঁটছড়ার থাকলে পাশে বুঝতে পারি আমরা কত কম বীর  অনেক দূরের রাস্তা শুধু ভরসা অবলম্বীর  মুহুর্মুহু হোঁচট খেয়েও দাড়িয়ে থাকার চিন্তায়... যুদ্ধ যেন পথিকৃৎ আর রাস্তা আমায় দিক দেয় ফেলে আসা গাছের পাতায় অনেক লেখাও বারণ বৃষ্টি নিজেই মুছিয়ে দেবে যুদ্ধ হবার কারণ। থাক না সেসব ছায়ায় ছায়ায় নীরব উল্লাসে দু এক কথার গল্প করি শারদীয়ার ঘাসে।। ©প্রভাত ঘোষ

শারদে

Image
ডানায় ডানায় আনন্দ তার মেঘের পাশে পাশে ক্ষয়ের ভেতর স্বপ্ন আসে শারদে, অভ্যাসে... স্মৃতির পাতায় আলোর রেখা, অনেক দূরে যাওয়া প্রাচীন জলের নিয়তি কি সাগরসম্ভবা!! যত্নে রাখা পাড়ার গলি মননে, উদ্বেগে... প্রৌঢ় রোদে মূল্য ছায়ার গাছের কাছে শেখে  সেই যে দূরে মায়ের সাথে গল্পে, ছোঁয়ার ফাঁকে এখন তোমার অনুমতির যন্ত্রে লেখা থাকে কোথাও কোনো ভালোবাসার নতুন পাতা, কলি অচল হাতে জীবন খাতার অমুল্য আধুলী  আশার ভেলা ভাসিয়ে আসি আগমনের টানে সরেনা আজ পাহাড় তবু বাঁচার সন্ধানে। ©প্রভাত ঘোষ