বৃষ্টিতে যারা হাঁটেনি কখনও

৮)

মনে হচ্ছে বৃষ্টি হবে হবে

মেঘের নিচে কাশের আকাশ মনের অবান্তরে
হাওয়ার চলন এলো মেলো
পাথর ছুঁয়ে ফুল ফোটালো
অঝোর দু-জন, ঝমঝমে ছাদ, ঠোঁটের শেকল জুড়ে—

কাশ পেরোলে ট্রেনের সানাই
রং লেগেছে ধূসর জামায়
দু-হাত বেঁধে উঠছে জীবন জীবনমন্থনে

এই ক-দিনে, এই ক-দিনে

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট