অবশিষ্ট জল

হাসিমুখে ছেড়ে আসা জোয়ারের জল
পেছনে ছুটিনি বলে হয়তো বা টিকে গেছে
বন্ধুবৃত্তে শতদল।

ছুটে ছুটে অবশেষে ভারাক্রান্ত থেমে যাওয়া
নীরব রাতের মত বোধি;
চৌহদ্দি পেরোতে গেলে গরাদ দাড়িয়ে থাকে
গোলাপ তুলতে গেলে ক্ষতি।

ছেড়ে দাও, ছেড়ে দাও, কিছুটা তফাৎ যাও
সময়ও অনেক করে খুন।

ব্যথাহীন! হাসিমুখ;

ক্ষীণতর যোগাযোগে বেঁচে আছে শতদল
এটুকুই অনেক শুকুন।

জীবনের চক্রব্যুহে সমাধান বড়ই সরল—

নদীকে আপন করে, দু দন্ড হেসে খেলে
বিনয়ের সাথে তুমি ছেড়ে এসো অবশিষ্ট জল।

© প্রভাত ঘোষ 

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত