Posts

Showing posts with the label বন্ধুত্বের কবিতা

অবশিষ্ট জল

হাসিমুখে ছেড়ে আসা জোয়ারের জল পেছনে ছুটিনি বলে হয়তো বা টিকে গেছে বন্ধুবৃত্তে শতদল। ছুটে ছুটে অবশেষে ভারাক্রান্ত থেমে যাওয়া নীরব রাতের মত বোধি; চৌহদ্দি পেরোতে গেলে গরাদ দাড়িয়ে থাকে গোলাপ তুলতে গেলে ক্ষতি। ছেড়ে দাও, ছেড়ে দাও, কিছুটা তফাৎ যাও সময়ও অনেক করে খুন। ব্যথাহীন! হাসিমুখ; ক্ষীণতর যোগাযোগে বেঁচে আছে শতদল এটুকুই অনেক শুকুন। জীবনের চক্রব্যুহে সমাধান বড়ই সরল— নদীকে আপন করে, দু দন্ড হেসে খেলে বিনয়ের সাথে তুমি ছেড়ে এসো অবশিষ্ট জল। © প্রভাত ঘোষ