ধারা


আধো আধো ফুটে গেছে ফুল
যেটুকু কাঁকর ছিল তারই মাঝে সেচ, চাষাবাদ
প্রার্থনা আকুল, যেন খরা ধুতে এইমাত্র বৃষ্টি আসবে ধেয়ে
জীবনের স্রোত ধারা বেয়ে— সকলের আনন্দ সংবাদ

কোন্ পাতা নষ্ট হয়ে ধীরে ধীরে পড়ে যাচ্ছে ঝরে
তার কোনো ছাপ মাটি রাখছে না তোমার অধরে
মৃদু মৃদু তাপ
তারই মাঝে বেড়ে ওঠা প্রকৃতির বসন্ত সংলাপ

যে যার স্বপ্নের দিকে যায়

হাতে হাত মিলে গেলে ফুটে ওঠে নতুন অধ্যায়

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট