Posts

Showing posts from October, 2022

অন্ধকার পথে (১১)

১১) কোথায় চলেছ — যেন মনখোয়া ডিঙির নাবিক উজাড় প্রান্তর যেন ধোঁয়ার প্রতীক হয়ে ভ্রমে ভ্রমে ভুলিয়েছে দিক কাজ আছে আজ নেই, কাল আর কাল-এ ঘেরা জাল ঝুনঝুনি বাজে ওই— ওপারে দাঁড়িয়ে মহাকাল৷ পরিণত ফল হয়ে যদি কোনো চারা দিতে পারো আগামী সূর্যের মতো নাম জ্বলে উঠবে তোমারও ©প্রভাত ঘোষ

কুসুম কানন

আরও একটা গান আমি লিখব জীবনে৷ ডুবতে ডুবতে জীবনের সমস্ত হারিয়ে ফেলা নিশ্বাসের বিশ্বাসকে টেনে ধরার গান৷ অনন্তকালের সব কুয়াশার ডানা ছেঁটে ভালবাসার তীক্ষ্ণ আলোয় নিজেকে ফিরে পাবার গান৷ স্বপ্নহীন বাঁচতে চাইনি কখনোই, অন্ধকার মৃত্যুর ঢেউ এমন আছাড় মারে— জীবনের চোখ দিয়ে আঁকা যতো ক্যানভাসের রং সব পুড়ে যেতো হয়তো আগুনে৷ তখন'ই কবিতা থেকে উঠে আসে আর্তনাদী হাওয়া৷ সে হাওয়ার বুকে হাত রেখে সে'ই বলেছিল ভালোবাসি, সত্যি ভালোবাসি৷ আঘাতে আঘাতে মৃতপ্রায় এক উন্মাদের ছিন্নভিন্ন ঘর আগলে ধরে বলেছিল— এ জীবনে আরও একবার বিশ্বাসের হাত ধরে ফিরে এসো সুবিশাল মুক্ত ধরাতলে, এখন'ই জন্ম নেওয়া বনটিয়া সোনাঝুরি ডালে... তার সুরে সুরে— আধভাঙা মনে... ভালোবাসা মুক্তি পাক বসন্তের কুসুম কাননে৷  ©প্রভাত ঘোষ

অন্ধকার পথে (১)

১) দুটো পাখি জড়াজড়ি দুধ উল্টে পড়ে আছে মেনি কিছু পাতা, ঝরা ফুল, ওরা আসছে— ফাঁকা রান্নাঘর তখনো শুনিনি কার পথমধ্যে লুকানো কবর মেনি আর উঠে এসে ভেজা নাক ঘষে না জামায় পাশে প্রভু অচেতন,  অসহায়, মৃত্যু বুঝি বিভেদ করে না দ্বেষ, ঘৃণা আর প্রার্থনায়! © প্রভাত ঘোষ

বৃষ্টিতে যারা হাঁটেনি কখনো

বৃষ্টিতে যারা হাঁটেনি কখনো ৪) তাদের কি ক্ষমা করবো আর? এই পথ দিয়ে যারা এসেছিল না ফেরার ছিল অঙ্গীকার যে যার নিজের মতো নদী হয়ে বেছে নিল পথ কখনো কখনো কাছে যাই ছেড়ে যাওয়া স্রোতে                ডুব দিয়ে তাদের ফেরাই।

ধারা

আধো আধো ফুটে গেছে ফুল যেটুকু কাঁকর ছিল তারই মাঝে সেচ, চাষাবাদ প্রার্থনা আকুল, যেন খরা ধুতে এইমাত্র বৃষ্টি আসবে ধেয়ে জীবনের স্রোত ধারা বেয়ে— সকলের আনন্দ সংবাদ কোন্ পাতা নষ্ট হয়ে ধীরে ধীরে পড়ে যাচ্ছে ঝরে তার কোনো ছাপ মাটি রাখছে না তোমার অধরে মৃদু মৃদু তাপ তারই মাঝে বেড়ে ওঠা প্রকৃতির বসন্ত সংলাপ যে যার স্বপ্নের দিকে যায় হাতে হাত মিলে গেলে ফুটে ওঠে নতুন অধ্যায়