অন্ধকার পথে (১১)
১১) কোথায় চলেছ — যেন মনখোয়া ডিঙির নাবিক উজাড় প্রান্তর যেন ধোঁয়ার প্রতীক হয়ে ভ্রমে ভ্রমে ভুলিয়েছে দিক কাজ আছে আজ নেই, কাল আর কাল-এ ঘেরা জাল ঝুনঝুনি বাজে ওই— ওপারে দাঁড়িয়ে মহাকাল৷ পরিণত ফল হয়ে যদি কোনো চারা দিতে পারো আগামী সূর্যের মতো নাম জ্বলে উঠবে তোমারও ©প্রভাত ঘোষ