পলেস্তারা

এক বিছানায় চাদর বদল, নতুন কোনো আকাশ
ফেলছে মুড়ে আমায়, তোমায়
শোনায় কোনো গল্প
যেনো নতুন করে আঁকা কোনো কনস্টেবলের চিত্র

হারিয়ে ফেলে আমায়, আমি আমার কাছেই জিতব

এক একটা দিন শুকনো ভালো, মৃত্যু ভালো, জানে—
এই পৃথিবী নতুন করে স্বপ্ন দেখার মানে

কুড়িয়ে রাখি শুকনো পাতা শিউলিতলায় বসে
মুড়ছে হাঁটু, ঝুঁকছে মাথা
শরৎ যেন স্বপ্নদাতা
পেছন ফিরে দেখতে পেলাম—
পুরোনো রং, নষ্ট যত পলেস্তারা পড়ছে খসে

হাওয়ার কাছে গন্ধ চিনি, আস্ফালনে ভয়—
পুজো যেনো বলতে আসে
সকল ঝোঁকার অর্থ কিন্তু নিচু হওয়া নয়৷


© প্রভাত ঘোষ

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত