নজরানা

মৃত্যু আমার অন্ধকারে, মৃত্যু আমার মাথায়
পায়ের তলে বৃষ্টি জমে 
                                 জং ধরেছে বাঁচায়৷ 

কে কোন খাতে ঠুকবে বলে 
                            পেরেক নিয়ে বসে
ড্রেনের ভেতর পদ্মকে কেউ মেরেছে আক্রোশে

এই কদিনের জংলি হাওয়া 
               চিনতে শেখায় ডানা —
দেখিয়ে দিল শিক্ষা আমার প্রকৃত আস্তানা৷

যুদ্ধ আর এক নতুন সিড়ি
                           বিদ্রোহী গন্তব্য —
যে হাত আমায় দিক চেনালো তাদের কথাই ভাববো৷

উল্টো হাতে গুনতে থাকা কর্দমাক্ত সন্ধ্যা
ঘৃণার চোখে পেরিয়ে আসি
                                  আস্ত অলকনন্দা৷

এই ক'দিনের জংলি হাওয়ায়,
                                       নতুন ফুলের গন্ধে
এক গোধুলি'ই নজরানা দেয় তারায় ভরা সন্ধে৷

© প্রভাত ঘোষ

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত