Posts

Showing posts from September, 2022

পলেস্তারা

এক বিছানায় চাদর বদল, নতুন কোনো আকাশ ফেলছে মুড়ে আমায়, তোমায় শোনায় কোনো গল্প যেনো নতুন করে আঁকা কোনো কনস্টেবলের চিত্র হারিয়ে ফেলে আমায়, আমি আমার কাছেই জিতব এক একটা দিন শুকনো ভালো, মৃত্যু ভালো, জানে— এই পৃথিবী নতুন করে স্বপ্ন দেখার মানে কুড়িয়ে রাখি শুকনো পাতা শিউলিতলায় বসে মুড়ছে হাঁটু, ঝুঁকছে মাথা শরৎ যেন স্বপ্নদাতা পেছন ফিরে দেখতে পেলাম— পুরোনো রং, নষ্ট যত পলেস্তারা পড়ছে খসে হাওয়ার কাছে গন্ধ চিনি, আস্ফালনে ভয়— পুজো যেনো বলতে আসে সকল ঝোঁকার অর্থ কিন্তু নিচু হওয়া নয়৷ © প্রভাত ঘোষ

নজরানা

মৃত্যু আমার অন্ধকারে, মৃত্যু আমার মাথায় পায়ের তলে বৃষ্টি জমে                                   জং ধরেছে বাঁচায়৷  কে কোন খাতে ঠুকবে বলে                              পেরেক নিয়ে বসে ড্রেনের ভেতর পদ্মকে কেউ মেরেছে আক্রোশে এই কদিনের জংলি হাওয়া                 চিনতে শেখায় ডানা — দেখিয়ে দিল শিক্ষা আমার প্রকৃত আস্তানা৷ যুদ্ধ আর এক নতুন সিড়ি                            বিদ্রোহী গন্তব্য — যে হাত আমায় দিক চেনালো তাদের কথাই ভাববো৷ উল্টো হাতে গুনতে থাকা কর্দমাক্ত সন্ধ্যা ঘৃণার চোখে পেরিয়ে আসি                                   আস্ত অলকনন্দা৷ এই ক'দিনের জংলি হাওয়ায়,                   ...