ইগো

প্রকৃতি সহায় হলে মেঘ ওঠে, গর্জনকে হাতিয়ার করে 
নিয়তই ছড়ায় হুংকার

ভুলে যাচ্ছে ভিটে-মাটি , ধুলো-বালি, ফেলে আসা জামানার পথ —
নিজেকে পরখ করে , একটু পেছন ফিরে দেখা
যদি যেত 

হোঁচটের ক্ষত, পতনের দান
হারানো জীবনরথ বেড়ে ওঠা ইগোর সমান

ভুলে যায় অপরাধী,
অপরাধ ভুলে যায় কিছু?

যেটুকু বেড়েছ মেঘ— সবই মাটি, জল থেকে পাওয়া
এত যে উড়েছে সেই ধূলায় গড়াবে বেপরোয়া‌‍‌‌‍‍।

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য