Posts

Showing posts from July, 2022

ইগো

প্রকৃতি সহায় হলে মেঘ ওঠে, গর্জনকে হাতিয়ার করে  নিয়তই ছড়ায় হুংকার ভুলে যাচ্ছে ভিটে-মাটি , ধুলো-বালি, ফেলে আসা জামানার পথ — নিজেকে পরখ করে , একটু পেছন ফিরে দেখা যদি যেত  হোঁচটের ক্ষত, পতনের দান হারানো জীবনরথ বেড়ে ওঠা ইগোর সমান ভুলে যায় অপরাধী, অপরাধ ভুলে যায় কিছু? যেটুকু বেড়েছ মেঘ— সবই মাটি, জল থেকে পাওয়া এত যে উড়েছে সেই ধূলায় গড়াবে বেপরোয়া‌‍‌‌‍‍।

দহন

আমরা যারা মরতে জানি, মারতে জানি নিজেকে কোপ; প্রতিবাদের পাতায় বসে সহনশীলতায় ঘাড় নামাবো, আমার কিসের দায়? ক্ষণিক সহন, আগুন বরণ, ঝলসে দিলে মুখ এক আঙুলে চালাচ্ছি দেশ এমনই উজবুক বিষাক্ত শ্লথ গিলছি বসে, কিসের অভিপ্রায়— নেশার সন্ধ্যায় আগুন আমার শৈশবাঘাত, আগুন ভবিষ্যত শুকিয়ে গেছে, শুকিয়ে গেছে পথ আর যেটুকু রইল বাকি সস্তা যখের ধন আঁকড়ে ধরা আগুন যেন আমার'ই প্রাক্তন পুকুর পাড়ে ধারের ধোঁয়া, মইয়ের ওপর ভাত ছিলিম যেন আস্ত যুবক, ঘুঙুর হারা নাচ— তবু কোথাও টান পড়েছে প্রতিবাদের ভাষায় সহনশীল অভ্যাসে— আগুন আমায় পুড়িয়ে দিও এগারশোর গ্যাসে। © প্রভাত ঘোষ