Posts

Showing posts from July, 2021

আশ্চর্য ওষুধ

     আমরা কতদিন ভালভাবে গল্প করিনি৷ পাশাপাশি বসে শরতের মেঘ দেখে কোনো এক কল্পনার ডিঙি চড়ে চলে যাওয়া হয়নি এই বাস্তবের থেকে বহু দূরে৷ প্রত্যন্ত গ্রামের মাঠে গোধূলির হাত ধরে যেভাবে সন্ধে নেমে আসে, আস্তে আস্তে জোনাকির আলো যেন উড়ে আসে দূর ওই আকাশের থেকে, উড়ন্ত তারার মতন৷ তার পর দীর্ঘশ্বাসগুলি বের করে হালকা বাতাস থেকে বুকভরা শ্বাস টেনে অপলক দৃষ্টিতে মায়া ভরা চাঁদটির দিকে তাকানো হয়নি বহুদিন৷ দোটানা জীবন তার একদিকে কাজ আর একপাশে বিদ্বেষের ভার৷ কল্পনা এক আশ্চর্য ওষুধ, সঞ্জিবনীর মতো কীভাবে যেন মৃতপ্রায় মন থেকে আবিষ্কার করে ফেলে মানুষের ডানা৷ ©প্রভাত ঘোষ

পাষাণে তুষার

অনন্ত যৌবন এক পাষাণের ক্ষুণ্ণ হয়েছিল দ্বিধা-দ্বন্দ্বে, জীবনের তুমুল মশকরায়৷ অনুকূল আবহাওয়া, যার কোনো ফিরবার তাড়াও ছিল না— তেমনই আয়েশ করে বিকেলের বৃষ্টির পরে শীত শীত বাতাসের মতো এসে জড়িয়ে ধরেছ যেন কতদিন ধরে অপেক্ষায় ছিলে৷ ক্ষয়ের হারানো জ্বালা প্রতিদিন ভরে দেয় আলগোছে ঠোঁটের ছোঁয়ায়৷  বিমনা বিকেল তুমি থেকে যাও আরও কিছুক্ষণ, না বলা বারণ বুঝে আরও শীতে কাবু করে দাও৷ চোখের প্রতিটি কোণে গুড়িগুড়ি বরফের প্রেম, হাত ছোঁয়া আলতো পশম সুদূর পাহাড়ি কোনো বরফের গলে যাওয়া নদী উপত্যকা প্রাণ ভরে স্বাগত জানায়— এসো আজ মিশে যাও, ভালোবেসে পা ভেজাও, দু-জন দু-জনা থেকে চেয়ে নাও পূর্ণতার ফুল৷ পাপড়ির খাশ গন্ধে, অচেনা রঙের ছন্দে জীবনে আসুক কুহুতান৷ এ গান আমার, এ গান তোমার, আমাদের মধ্যবর্তী লয়-এ চূর্ণ হোক সমগ্র পাষাণ৷ ©প্রভাত ঘোষ

শুভ নববর্ষ

❤️ শুভ নববর্ষ ❤️ ৭) প্রতিদিন নতুন রকম, আকারে বাড়ছে সিকি সীমাহীন উদ্যমতাও আমাদের প্রাত্যহিকি বাজারের হাজার ভিড়ের মাঝে মন ভুলিয়ে থাকা কত কাজ বেকার রাখা বেকারের নিয়ম নীতি জমায়েত নতুন মানুষ, কত প্রেম নতুন ঢেউয়ে পেছনের পথ বলে দেয় পথিকের ব্রাত্য কে কে কত গান ছড়িয়ে থাকা সুরে কোন নদীর মেজাজ প্রতিদিন নতুন রেওয়াজ যেন এক স্বপ্ন লেখে দ্বিধাহীন রাত্রি আঁকে হৃদয়ের স্বপ্নবিলাস কিছু ফুল নতুন ফুটুক, ক'টা দিন হলুদ পলাশ সে জানে কোন ঘ্রাণে কার শরীরের স্পর্শ মেশে এ নদীর নতুন দেশে যে প্রেমের পান্থনিবাস ঝরা দিন কুড়িয়ে রেখে কে বাঁচে আজ অবধি ক'টা দিন নিয়মহীনায়, ক'টা দিন নিজের প্রতি— অনাদিকালের স্রোতে জীবনের নতুন পাওয়া এ ভালোবাসার হাওয়ায় দুটো দিন কাটাই যদি © প্রভাত ঘোষ

ঘুমন্ত প্রদীপ

১) বিচার ঘুমিয়ে থাকে বিশ্বাসের ঘরে তলে তলে গিলে ফেলে বাগান, বসত বাড়ি অগোচরে অবিশ্বাসী নদী ঘুমের ভেতর আমি-তুমি তুমি-আমি সন্ধি করে স্বপ্ন দেখি রোজ মাঝে মধ্যে খোঁটা দেয় জ্বলন্ত কাগজ ঘুম-স্বপ্নে সুখ, আর সুখস্বপ্নে ঘুম বিশ্বাস এমনই এক নেশাপূর্ণ তূণ— আমাদের সন্ধি ভাঙে নেশার দরুন