Posts

Showing posts from May, 2021

মেয়াদ

সহিষ্ণুতার পাথর  যখন ভাঙছে জলের নিচে সেদিন কাঁদলো রাত্রি প্রহর ঝরণা নামলো অতর্কিতে জলের ভীষণ রকম মেজাজ মনের নিজস্বতার তেজে আমায় ওড়ালো গন্ধরাজ বিশেষ ভালোবাসার ক্ষেতে কবে— নামতে চেয়ে ছিলাম ভীষন শূন্য ছিল যখন আদর ঝেঁটিয়ে দিল বিলাপ বুকের মাঝখানে মরিয়ম ক্ষণিক অন্ধকারের খেয়াল হঠাৎ ঝাঁপিয়ে এলে ঝোঁকে প্রেমের আকাশ সম মেয়াদ আবার ডাকছে অরণ্যকে © প্রভাত ঘোষ

চোখ

Image
যাওয়া শুধু যাওয়া নয়, ডানা হারানোর মত ক্ষোভ অসীম বিয়োগ ভেলাহীন মেঘ তুমি কিভাবে ভাসাও যত ছুঁই ততবার একটি নতুন চোখ দাও এমন'ই জগত যার প্রতি কোণে হৃদয়ের নিটোল তর্জমা তোমাকে জীবন ভেবে প্রতিবার অন্ধকারে  আঘাতকে করে গেছি ক্ষমা বারিষ যেদিন নামে  তারই মাঝে নৃত্য করে ঝেড়ে ফেলা নিশ্বাসের শোক মুছে যাওয়া হৃদয়কুহক যতই পুরোনো হও নতুন তোমার কাছে ম্লান কে যেন গোপন ঘরে ঝরণার শব্দ শোনান... © প্রভাত ঘোষ

ছাপ

এবার মরলে বেকার হব ভাতার নামে ভিক্ষা নেব বছর পাঁচেক চাকরি-বাজার লকডাউন রেশন হাতে ইঞ্জিনিয়ার এত টুকুই তার এক্তিয়ার মন্দাকালীন ভাতের ওপর অল্প নুন কলেজ শেষে ডিগ্রিধারি আন্দোলনের পাল্লা ভারি কণ্ঠ আবার হাতিয়ে নেবে কালশিটে চাষির ঘরে বউ মেলে না কাঁধের ওপর মস্ত দেনা চপের আকার আঁকবে বসে আর্কিটেক্ট যুদ্ধ পেটে ছাড়বে মাটি চাকরি সোনার পাথর বাটি বিপ্লবীদের হাজার কলম ফেসবুকে বাঁধিয়ে নেবে রাজনীতিতে বোমার ওপর শক্ত ফিতে ছাপ পড়েছে বিষাক্ত এক বস্তুতে © প্রভাত ঘোষ