যেতে যেতে
কোথাও কখনো যদি চলে যেতে চাই নীল ঘর, বারান্দা হলুদ হাড়ির ভেতরে শেষ বেঁচে থাকা দু-টুকরো খুদ যেতে যদি না দাও তখন তবু বলব শোন্ তবে শোন্ ওপাশের দীঘি বেয়ে রাত নেমে আসবে যখন পদ্মের দুলুনি এসে ঘাড় নেড়ে বলে যাবে— সে'ই ছিল এক অনাদায়ী ঋণ নিশীথ মসৃন— কখনো চাঁদের কাছে ধার নিত প্রেমের ঠিকানা কামিনীর গন্ধ শুঁকে চলে যেত জলের ভেতর সে এক সুরাহা ছিল সুরা ঢেলে দিত রাতে, মন তাকে ভেবে নিত ঘর৷ © প্রভাত ঘোষ