Posts

Showing posts from April, 2021

যেতে যেতে

কোথাও কখনো যদি চলে যেতে চাই নীল ঘর, বারান্দা হলুদ হাড়ির ভেতরে শেষ বেঁচে থাকা দু-টুকরো খুদ যেতে যদি না দাও তখন তবু বলব শোন্ তবে শোন্  ওপাশের দীঘি বেয়ে রাত নেমে আসবে যখন পদ্মের দুলুনি এসে ঘাড় নেড়ে বলে যাবে— সে'ই ছিল এক অনাদায়ী ঋণ নিশীথ মসৃন— কখনো চাঁদের কাছে ধার নিত প্রেমের ঠিকানা কামিনীর গন্ধ শুঁকে চলে যেত জলের ভেতর সে এক সুরাহা ছিল সুরা ঢেলে দিত রাতে, মন তাকে ভেবে নিত ঘর৷ © প্রভাত ঘোষ

মিথ্যে হোক

যাবেন বলে তো বুকে আগলে রাখিনি ছাড়ছি না কোনো শব্দ, কোনো প্রেম, অলীক বিধান কেড়ে নিতে পারবে না— তাও আমার যে বহু ঋণ, এক কণা দিতেও পারিনি৷ কতটা মলিন হলে শোক লেখে রক্তস্নাত মন ঈশ্বরের মৃত্যু বরণ— কিভাবে বহন করে নিয়ে যাবে অস্তগামী ডানা এ কেমন কান্নার বাণী, কণ্ঠে কোনো বিদেহী আঘাত অথচ কেন যে আজ এ হেন শোকের মুখে ঝামা ঘষে দিতে পারছি না এটুকু সান্তনা ছিল সূর্যের কলমে আমার ঈশ্বর লিখে চলেছেন— কোথাও, কখনো  প্রণামের আশায় আশায় নিত্যদিন ফুল দিয়ে সাজিয়েছি রাতের সড়ক আজ শুধু এটুকু প্রার্থনা হে ঈশ্বর— মিথ্যে হোক, মৃত্যু মিথ্যে হোক © প্রভাত ঘোষ

ক্রয়-বিক্রয়

ঘর দেখে বিক্রি হয় শরীর বা হাত পেট বুঝে বিক্রি হয় কেউ চরম আঘাত, মুখে চরিত্র আড়াল, শুধু ঢং থাকে প্রত্যাবর্তনেও ক্রেতা আর বিক্রেতার গোপন বিহার অবাধে পোষাক খুলে  কেনা বেচা আখছার মন  মুখোশ চিনিয়ে দেয় নেমক হারাম আর পুষে রাখা বিষের ধরণ চারিদিকে বহু মুখ, মুখোশ আর নিত্য ব্যাভিচার কারও কোনো দায় নেই হত্যারও এমন'ই বিচার হাতুড়ি পিটিয়ে মারে মাঝে মাঝে, দাগহীন নিষ্ঠুর অন্তঃক্ষরণ কোন্ বৃষ্টি ধুয়ে ফেলবে এমনি পরিস্থিতি? এত জ্বলন্ত পোষাক তবে কার— কোথাও কি বিক্রি নেই স্মৃতি মুছে ফেলা ইরেজার! © প্রভাত ঘোষ