সংসর্গ

উড়ন্ত চাবুক এসে মৌমাছির মতো
শোধ করে ঋণের বকেয়া

যেন কত কাল ধরে পুড়ে যাচ্ছে জ্বলন্ত চারকোল
আশে পাশে মধুভাণ্ড নেই, সহ্য করে
মৃত পালকের ন্যায় সংযমের চাষ৷

সঙ্গিনী সংসর্গে ভাঙে পাহাড়ও, বিনয়ে৷
বিধ্বস্ত পাখিরা
কেমন ওড়ার আগে পরস্পর চেটে নিচ্ছে ঠোঁট!

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত