স্পর্শ
শহর ছাড়িয়ে গেছে আমাদের আশাহত ঢেউ অবসর ঝুলি থেকে মাঝে মাঝে কখনো বেরোও। কী ছিল সেদিন চার ঠোঁট জড়তাবিহীন ছাতা ছাড়া সাইকেল স্ট্যান্ড থেকে ভেজা একাত্ম কলিজা বৃষ্টি আসে বৃষ্টি যায় অসময়ে সর্বত্র ভেজায় অজুহাতে অজুহাতে পুরু হয় বিচ্ছেদের স্তর অন্তিম প্রহর— যা গেছে তা থাক— স্পর্শের স্মৃতিও বড় দামি দেখেছ কিভাবে বারে বারে তোমাকে নিয়ম করে ছুঁয়ে যাচ্ছি আমি