Posts

Showing posts from May, 2025

স্পর্শ

শহর ছাড়িয়ে গেছে  আমাদের আশাহত ঢেউ অবসর ঝুলি থেকে মাঝে মাঝে কখনো বেরোও। কী ছিল সেদিন চার ঠোঁট জড়তাবিহীন  ছাতা ছাড়া সাইকেল স্ট্যান্ড থেকে ভেজা একাত্ম কলিজা বৃষ্টি আসে বৃষ্টি যায় অসময়ে সর্বত্র ভেজায় অজুহাতে অজুহাতে পুরু হয় বিচ্ছেদের স্তর অন্তিম প্রহর— যা গেছে তা থাক— স্পর্শের স্মৃতিও বড় দামি দেখেছ কিভাবে বারে বারে তোমাকে নিয়ম করে ছুঁয়ে যাচ্ছি আমি

স্মৃতিচারণের বেলায়

Image
হাওয়ার ঝংকার আর সুন্দরীর খোশগল্প, গান... ঢেউ এসে মুছে দেয় নিরাশার সমস্ত প্রমাণ৷ দোল খাওয়া বাঁশ থেকে ওপারের স্বপ্ন দেখে পাখি ভুলে যায় অতীতের নিভে যাওয়া শতেক জোনাকি। ডুবে গিয়ে বেঁচে থাকা প্রেম আর সুরের নব্বই সন্ধ্যা কালে গল্প বলে উড়ে যাওয়া জীবনের খই। রাত্রি কাল জেগে থাকে ঢেউয়ে ঢেউয়ে সমুদ্রের তীর  একটা রাত বেঁচে থাকা ন'জন অতন্দ্র প্রহরীর॥ © প্রভাত ঘোষ