ভয়

তোমার হাতে কুঠার আছে, আগুন আছে, লাঠি —
নুইয়ে দিলে মেঘের মাথা, শ্মশান ঘরে মাটি
ছাই মাখিয়ে ভোল বদলে ঝড়ের হুঙ্কারে

সে বড় জোর ভাঙতে পারে, ভাঙতে পারে

ঘটির জলে স্নানের ছিটে , পুকুর ভরা জল
ঋতুর ঘরে আষাঢ় এলে শ্মশান চঞ্চল
জ্বলবে না খড়; শুকানো কাঠ আগুন টানে নিজে

ভয় কাটবে,
ভয় কাটবেই ঝড়ের মাঝে একটা রাত ভিজে

©প্রভাত ঘোষ

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য