কলঙ্কিত

চশমা দিয়ে আড়াল করে রাখো নিজের জরা
দেখছে না, কেউ দেখছে না এই ভ্রমের বাটখারা

চলতি হাওয়ার শব্দে ভাসে
কলঙ্কিত গান কোরাসে

আলিঙ্গনে ক্ষমা প্রভুর, থাপ্পড়ে মশকরা ৷

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য