Posts

Showing posts from May, 2022

꧁ বারিষনামা (১৫) ꧂

একদিন, কোনোদিন এরকম'ই তুমুল বর্ষণে কতিপয় সময়ের টুকরোগুলি জুড়ে যাবে মনে ঝড় আর পাতার আওয়াজ ধুয়ে যাওয়া বিরক্তের কাজ; সেই খোলা জানালায় বসে একদৃষ্টে ভাবনার আকাশে দুজনের ভাবনায় মিল কোনোদিন দেখা নেই, ওপারেও পরিচয়হীন। রঙিন পাতায় যেন কবেকার আঁকা সাদা - কালো রঙের আল্পনা এই মিল লক্ষ - কোটি জনে। আজীবন স্বপ্নের স্মরণে মেঘের হৃদয় ধোয়া ছিটে এসে মুখে লাগে — (বুকে) শান্তির শলাকা অভিসার পূর্ণ শুধু স্পর্শ হাওয়ার মতো ফাঁকা কে বলবে— কে নেই, কে আছে— যারা চিরকাল ধরে মিলনের স্বাদ পায়— ঘর বাঁধে বৃষ্টির আকাশে। ©প্রভাত ঘোষ

নীব

বিষাক্ত পাতার ঝাঁঝ, অধর্মের বান ছাপ থাকে আজীবনকাল কার হাতে কী দিয়েছ সব জানে নধর কঙ্কাল ধারণা ও ধারণার নীব— আয়নাই বলে দেয় কার সত্তা কতটা গরীব লেখা থাকে পাতায় পাতায় অন্ধকারও যত্নে রাখে ছাপ ওল্টালেই দেখা যায় নোংরা সব পত্রের আলাপ কোনো কোপ স্থায়ি নয় রেশ থাকে সমস্ত ক্ষোভের সব কাদা ধোয়ার ক্ষমতা থাকেনা গঙ্গার ঢেউয়ের © প্রভাত ঘোষ