Posts

Showing posts from December, 2021

অন্ধকার শেষে (১৫)

১৫) চারিদিকে জমকালো বিষ নিজেকে গোপন করে গুণী— আসলে আমরা সব'ই সময়ের দাম দিয়ে চিনি নিশির শিশিরে ভিজে শক্ত হয় কমলিকা কায়া নিজের বেহায়া রূপে রং লাগে— রঙিন সরম ঠিক'ই ফিরে আসে পড়ন্ত বিকেলে অন্ধকার সেজে ওঠে তারা দুটি কাছাকাছি এলে ©প্রভাত ঘোষ