ঝালরের শোক
(১) একদিন মহাকাশ নড়ে যাবে, ভূকম্পের আড়ে যে লুকিয়ে রাখা উষ্ণ প্রস্রবণ পুড়িয়ে দিচ্ছে চামড়ায় ঢাকা জীবন্ত ঝালর— প্রাণবন্ত পাখিটির ঘর ঢুঁ মেরে লণ্ঠণের বাতি ঠেলে জ্বলে উঠল চাতালের খড় মুখোশে লুকিয়ে থাকা মিথ্যের বহর৷ শোনো শোনো ওইখানে চিৎকার দাউদাউ স্বার্থের আগুন প্রতিরোধ, প্রতিবাদ নিবারনে ধেয়ে আসে খুন৷