জ্বলছে Valentine
Valentine's Day তে ঘরে একলা বসে রই, আজকে আমি একলা তবু চরিত্রহীন নই৷ অজ্ঞাত আজ তব ইতিহাস 14th February, Roman প্রদেশে বিবাহ বাঁধনে বেঁধেছিলে নর নারী৷ বিবাহ ব্যবস্থা করিয়া প্রচার বন্দী কারাগারে, মৃত্যুদন্ড নির্দেশ হল পোপের বিচারে৷ মৃত্যুদিবস করিছে পালন বিশ্ববাসী আজ, শ্রদ্ধা বিনে প্রাধান্য পায় নারীর বুকের ভাঁজ৷ আজ Central Park এ চলবে কত বিচিত্র লীলা, নিলামে উঠবে ভালবাসা হবে যৌনতারই খেলা৷ হাজার হৃদয় প্রতারিত হবে লুটাবে হাজার দেহ, হাজার হৃদয় নীরবে কাঁদিবে রাখে তার খোঁজ কেহ ? আর কিছুদিন পরেই হবে নারীর ঋতু বন্ধ, তবুও কেন হায় গো নারী ভালোবাসায় অন্ধ৷ অবিবাহিত Father - Mom এ ভীড় জমাবে Nursing Home এ৷ ভূমিষ্ঠ যে হয়নি শিশু মারিবে তারে মানব পশু৷ পাশবিকতার হয়না বিচার গড়েনা কোন আইন, তাই ভালবাসার প্রতারনাতে জ্বলছে Valentine ৷ — প্রভাত...