তোমার সেই গোলাপী ঠোঁট
তোমার সেই গোলাপী ঠোঁট ************************ হতাশ হয়ে ফিরছি যখন Esplanade থেকে, Metro চেপে থমকে গেলাম রূপের ছটা দেখে৷ মিষ্টি হেঁসে দাড়িয়ে ছিলে Boyfriend এর সাথে, ঠাঁসা ভীড়েও ফুটলো হাসি ঠোঁটের কোণাতে৷ অসাধারন রঙের মিলন হলদে সালোয়ার, হৃদয় মাঝে বিঁধলে চোখের তীক্ষ্ণ তলোয়ার৷ অনন্য সেই চোখের মায়ায় করলে হৃদয় বিদ্ধ্ব, গোলাপী সেই ঠোঁটের হাসি করেছে বাকরূদ্ধ্ব৷ রূপের জালে বাঁধলে হৃদয় লাগলো গভীর চোট, ভীড়ের মাঝেও অপরূপা সেই গোলাপী ঠোঁট৷ — প্রভাত....