Posts

Showing posts with the label শুধু তোমারি জন্য.....

প্রেম

Image
আরও প্রেম পায় যখন তুমি লজ্জায় বল ইশশ, লেপের তলে বালিশ কোলে করছি তোমায় Miss... যদি বলি তোরে ভালবাসি ওরে, ভাল কি আমায় বাসিবে ? ঠোঁটে ঠোঁট ছুঁয়ে একে একে দুয়ে বক্ষে আমার আসিবে ? উত্তুরে রিয়া কাড়িয়াছে হিয়া জাগায়েছে প্রেম হৃদয়ে, প্রনয়ের ভাষা কিছু অভিলাষা মিলিবে তা পরিনয়ে৷ সহস্র প্রহর উচ্ছল সাগর পাড়ি দিব হাত ধরি, এইটুকু দান দিও ভগবান এই প্রার্থনা করি৷                   — প্রভাত...