প্রেম
আরও প্রেম পায় যখন তুমি লজ্জায় বল ইশশ, লেপের তলে বালিশ কোলে করছি তোমায় Miss... যদি বলি তোরে ভালবাসি ওরে, ভাল কি আমায় বাসিবে ? ঠোঁটে ঠোঁট ছুঁয়ে একে একে দুয়ে বক্ষে আমার আসিবে ? উত্তুরে রিয়া কাড়িয়াছে হিয়া জাগায়েছে প্রেম হৃদয়ে, প্রনয়ের ভাষা কিছু অভিলাষা মিলিবে তা পরিনয়ে৷ সহস্র প্রহর উচ্ছল সাগর পাড়ি দিব হাত ধরি, এইটুকু দান দিও ভগবান এই প্রার্থনা করি৷ — প্রভাত...