Posts

Showing posts with the label #Fagunero Mohonay

ফাল্গুনী অধ্যায়

যেমন স্বপ্নে রঙিন দেখা  জীবন গাছের মত একা ফুলের গন্ধ পেলে অনেক পাখিই আসে নিচে খসলে রঙের পাহাড় ক্লান্তি জোড়ের জলে ধোয়া বাতাস জীবন যোগায় বাঁচার বিশ্বাসে ছিল পায়ের কাছেই খরা চেনায় ভুল করেছি করাত ধার দিয়েছিলাম এড়িয়ে গেলেও হতো পাখি আমার মতই ডাকে একটু স্বাধীনতার ফাঁকে ফুলের মায়াও যেন জড়াতে উদ্যত আমার প্রতিটি ফাল্গুনে শাস্তি মুকুব করে খুনের পলাশ জানে নিজেই নিজের কাছে দায়ী আবার কলম চালাই ক্ষতে জীবন দেখেছি ফুরসতে দেখি রঙিন - কালো সবার অধ্যায়ই © প্রভাত ঘোষ