Posts

Showing posts with the label #বাংলা কবিতা #পক্ষপাত

পক্ষপাত

ঠুনকো আওয়াজ ঝড়ের গলায়, ঘোড়লাগাম ছুটছে, বালি ছিটিয়ে ভাবে পক্ষীরাজ থামতে হতো ডঙ্কাওয়াজে, পেণ্ডুলাম দেখিয়ে দেবে শেষ সময়ের সিংহদ্বার ওই যে দূরে মাঠের শেষে খড়ের ঘর সেইখানে কে বীণ বাজালো মূর্ছণায় তলব তোমায় শিখিয়ে দেবে দ্বিপ্রহর কাঠের গলা শুকিয়ে এলে কষ্ট হয় কোনখানে শিরদাঁড়ার পয়েন্ট সব জেনেও গোপন পকেট সূঁচ ফোটালেই পক্ষাঘাত বাঁচিয়ে রাখার শর্তে শুধু দেখছে কেউ মেঘের মাথায় সূর্য এলেই বজ্রপাত হঠাৎ আলো তীব্র এলেই অবাক হয় অন্ধকারে ধুঁকতে থাকা চাষআবাদ খুড়ছে কবর অহংকারের শেষ সময় পথের কাছেই চিনতে এলাম পক্ষপাত৷ © প্রভাত ঘোষ