Posts

Showing posts with the label #প্রেমেরকবিতা #জীবনেরকবিতা #আবৃত্তি #কবিতালোচনা

ভাষাজাল

দু একটা কথা যদি আলাপনে বলা যায় যাক... বৃষ্টির শব্দের মতো নিজস্ব ভাষা; মন আর প্রকৃতির অনাদিকালের ভাষাজাল অনন্ত কাল ধরে চলে আসা গুপ্ত প্রেমালাপ যা শুধু প্রকৃতি বোঝে অথবা বোঝে না.... মন তবু বলে যায় , লিখে যায় গূঢ় বেদনায়— আমাদের এমন কী দায়! প্রতিদিন পুড়তে পুড়তে বাকসিদ্ধ হয়ে যায় বয়স্ক মানুষ। স্থান কাল পাত্র আর পাত্রীর মিলন - পত্র শুধু পড়ে থাকে বিষন্ন ছায়ায়। ওপাশে যেওনা ছেলে  ওখানে মরণ ব'ই আর কিছু নেই... এ এক ভীষণ মায়াজাল। প্রেম আর প্রকৃতি যেমন করে এক দেহে লীন হয়ে যায় সেখানে দাঁড়িয়ে থেকে — একা তবু একা নয় আর জ্বলেছে সোনার গুঁড়ো তবেই তো পরেছো অলংকার।