এমন সফর যেন কবেকার সাদা কালো ছবি সমাজের বেড়াজাল মিলনে রেখেছে মুলতুবি। যেখানে চোখের ভাষা ঘুরে ঘুরে পাশ ফিরে পড়া প্রতিটি ঝলক যেন কোটি - কোটি চাঁদের মহড়া। সহস্র রং ঢাকা সাদা কালো মোড়কের ঘরে... প্রতিবার ফিরে দেখলে ঝড় ওঠে মেঘের ভেতরে। প্রকৃতি কোন্ নিয়মে পাশাপাশি ঠেলে দিতে চায়! কিছু অপূর্ব ফুল এইভাবে পথেই হারায়। ওদিকে লিখিত পাতা, পাশে এক সুমধুর মায়া নখের ধূসর... আর এ যুদ্ধে হাসিই বিজয়া। পিঠ থেকে চুল নেমে ক্ষয়ে আসে পাথরের স্তর এ কেমন অপ্সরা! ঠোঁট রাখে বুকের ভেতর... মায়ার গঠন কালে যেন দুধ ঢেলেছে শরীরে অনাহুত চোখ তাকে বারে বারে দেখে ফিরে ফিরে। থেমে যাও নীল ঘড়ি, আরো কিছু ছবি আঁকি মনে কোন্ সিন্দুকে কেউ রেখেছিল নিজেকে গোপনে! এমন চাহনি তার বাম দিকে বেপরোয়া তিল এটুকু সফরে শুধু এটুকুই জ্যান্ত দলিল। ©প্রভাত ঘোষ