Posts

Showing posts from October, 2024

আদিম চেহারা

Image
একটু দূরেই গ্রামীণ পাহাড়, হাওয়ায় এলোমেলো ক্ষেত জুড়ে ঢেউ নরম শিষে সোহাগ নেমে এলো তাল গাছে সুর, আদিম নগর, পোহাতি সভ্যতা... ডাক দিয়েছে, খবর আছে... থিতিয়ে যাওয়া ব্যথা কোথায় গেলো, কেউ জানিনা, কোন সড়কের বাঁকে হারিয়ে গিয়েও খুজতে বেরোয় আদিম চেহারাকে স্বপ্ন জুড়ে পাথর মাটি, ডুবতে থাকা সভ্যতাটি  পেছন ফিরে আয়না দ্যাখে নতুন পথের তলে  নতুন দিনের মানুষ কি আর আমার কথা বলে!! @প্রভাত ঘোষ