শব্দতরী
কতোবার জন্ম নিলে আলো হয়ে ঠিকরে আসে জল যতটা বিদ্বেষ ধুলে হাততালি পাড়ে শব্দদল সেখানে তোমায় দেখি.... আশু ক্ষোভ, বাকিটা বিশ্বাস আর হাত ধরে ভেসে চলা তরী তোমাকে লিখবো বলে ধীরে ধীরে শব্দ জড়ো করি। ✍️ প্রভাত ঘোষ
A Blog for Bengali Poems Writen by : Prabhat Ghosh - আমার লেখনী ভালবেসে দিয়েছ অমেয় উপহার... আরও কাছে টানবে নিঃস্বতায়.. এ আমার দৃঢ় অঙ্গীকার৷ বাংলা প্রেমের কবিতা | আধুনিক কবিতা | জীবনের কবিতা |