Posts

Showing posts from March, 2022

বাসন্তিকারসাজি

শাখায় শাখায় রঙিন পুঁতির শাড়ি বসন্ত রং আনলো বলে আবীর এসে ফুলের ওপর করেছে বাটপাড়ি এমনতরো মেজাজ অতর্কিতে ভালবাসায় ভেজা— স্পর্শে যেমন পলাশ পলাশ হাসি ঝাউয়ের মতো বাড়ছে যেন বাসন্তিকারসাজি অনেক চোখই হলুদ যেন ভোরের আকাশ  তাদের ডেকেছে কারশেডে তোমার সাথে মিলবো বলে আসি নিয়ম করে অদম্য এক জেদে ©প্রভাত ঘোষ